টাঙ্গাইলের দেলদুয়ারে শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহ’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকালে উপজেলার বারপাখিয়া কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এই শহীদ শিক্ষার্থীর প্রতি।
শ্রদ্ধা নিবেদনের পর শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আশরাফুল্লাহ’র মা আছিয়া খাতুন, বোন সাইয়েদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ্ আল নূর, দেলদুয়ার থানার ওসি সোহেব খান, জামায়াত ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
প্রসঙ্গত, ৫ আগস্ট ২০২৪ সালে ঢাকার আশুলিয়ায় আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ আবির আশরাফুল্লাহ শহীদ হন। তিনি দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের বাসিন্দা ও হারুন অর রশিদের পুত্র।