দেলদুয়ার
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রস্তুতি নিয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় তিনি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালন করার আহবান জানান। এছাড়া, নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে নির্বাচন সংক্রান্ত সচেতনতার উপর গুরুত্বারোপ করে ‘হ্যাভোট’ প্রচারণার প্রতি সমর্থন প্রদানের পরামর্শ দেন।
সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন:
-
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী
-
আচরণবিধি সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মোছা ফারহানা আরেফিন জুই
-
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন
-
উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার, বিআরডিপি চেয়ারম্যান অপুর তালুকদার শিপলু, প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম এবং স্থানীয় সাংবাদিকগণ।
সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সুষ্ঠু, নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয় এবং সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্বপূর্বক কাজ করার জন্য পরামর্শ দেওয়া হয়।











