টাঙ্গাইলের দেলদুয়ারে স্বর্ণ ব্যবসায়ী সুমন ভৌমিকের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার পিরোজপুর-হিঙ্গানগর শ্রী শ্রী রাধা গোপিনাথ জিউ মন্দিরের সামনে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন সুমন ভৌমিকের মা বেলা রানী ভৌমিক, ভাই রুমন ভৌমিক, ছবি রানী দাস, যশোরা রানী দাস, পলাশ সরকার, বন্যা রানী দাসসহ অনেকে।
বক্তারা দাবি করেন, সুমন ভৌমিক নিরপরাধ। তাকে রাজনৈতিক প্রতিপক্ষ অন্যায়ভাবে মাদক মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। তারা জানান, সুমন ভৌমিক একজন স্বর্ণ ব্যবসায়ী, তার সঙ্গে মাদক বা দেশীয় অস্ত্রের কোনো সম্পৃক্ততা নেই।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগের কাছে বক্তারা আহ্বান জানান, সুমন ভৌমিককে দ্রুত নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।