টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ্ আল নূর।
সভায় বক্তব্য রাখেন ৫ আগস্ট শহীদ আহনাফ আবির আশরাফউল্লাহ’র মাতা আছিয়া বেগম, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা জামায়াতের আমির আল মোমেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল জাব্বার।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়কারী উর্মি আক্তার, আহত জুলাই যোদ্ধা আব্দুর রহমান, উপজেলা যুবদল আহ্বায়ক অপু তালুকদার শিপলু এবং দেলদুয়ার প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।