দেলদুয়ার প্রতিনিধি : আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার।
এরই ধারাবাহিকতায় মোবাইল কোর্ট পরিচলনা করেন টাঙ্গাইলের দেলদুয়ারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচি রাণী সাহা।
মঙ্গলবার বিকেলে দেলদুয়ার উপজেলার পাথরাইল বাজারে দ্রব্যমূল্যের দাম বেশি ও মূল্য তালিকা না থাকায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাজারে নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে। সম্পাদনা – অলক কুমার