দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭১৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন এই দাম আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী—
-
২২ ক্যারেট স্বর্ণের ভরি ১,৮১,৫৫০ টাকা
-
২১ ক্যারেট ভরি ১,৭৩,৩০৪ টাকা
-
১৮ ক্যারেট ভরি ১,৪৮,৫৪১ টাকা
-
সনাতন পদ্ধতির ভরি ১,২৩,০৬৭ টাকা
তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১,৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।