দেশ থেকে ফ্যাসিস্ট পালিয়ে গেছে, কিন্তু এখনো দেশের সংকট কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে বিএনপি নেতাকর্মীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা দেশের সীমান্তের বাইরে থেকেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মাঝেমধ্যেই হুমকি দিচ্ছে, টুপ করে দেশে ঢুকে পড়বে।”
পাবনা-৩ আসনের (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) প্রাথমিকভাবে মনোনীত বিএনপি প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের সঙ্গে নেতাকর্মীদের এই সভা জনসভায় রূপ নেয়। পাবনা, সিরাজগঞ্জ ও নাটোরের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী সভায় অংশ নেন।
আব্দুস সালাম বলেন, “কিছু রাজনৈতিক দল বিরোধী দলের নাম করে নানা ষড়যন্ত্র করছে, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে চায়। অথচ অতীতে বিএনপি অনেক কিছু সহ্য করেও তাদের ছাড়েনি। এখন সেই বিএনপির বিরুদ্ধেই ষড়যন্ত্র চলছে। তাদের সাবধান হয়ে যেতে হবে।”
ভারতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “একসময় দেশের মানুষের চাকরি কেড়ে ভারতের লোকজনকে চাকরি দিয়ে লাখ লাখ টাকা বেতন দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ছিল চোর আর লুটেরার দল। আরেকটি দলও এখন সক্রিয় হওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের কাছেও দেশের স্বাধীনতা নিরাপদ নয়।”
তিনি বলেন, “ভারত পুশ-ইন করলেও সরকার কিছুই বলছে না। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই। ভারতকে ঠেকাতে হলে বিএনপিকেই দরকার।”
দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “অনেকে ঘুমাতে পারেননি, চাকরি হারিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তবু বিএনপি ছাড়েননি — আপনাদের এই ত্যাগই আমাদের শক্তি।”
সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন এবং সঞ্চালনা করেন সদস্যসচিব জাফর ইকবাল হীরক। সভায় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারসহ স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য দেন।