সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় এবং পাঁচ মিনিট পর রাত ২টা ৫৫ মিনিটে দ্বিতীয়বার আবারও কম্পন হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, সিলেটের বিয়ানীবাজার উপজেলাকে কেন্দ্র করে দুটি ভূমিকম্পের তথ্য পাওয়া গেছে।
তার দেওয়া তথ্যানুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৩। প্রথম ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে এবং দ্বিতীয়টি ৩০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।
ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলা। গবেষক পলাশ জানান, এ ঘটনায় আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তরের তথ্য পাওয়া গেলে আরও বিস্তারিত জানা যাবে।











