চাল আমদানিতে আগ্রহী ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে বরাদ্দ দেওয়া শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রবিবার (১১ আগস্ট) প্রথম দফায় দেশের ২৪২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ মেট্রিকটন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এর মধ্যে ৪ লাখ ৬১ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৩৯ হাজার মেট্রিকটন আতপ চাল রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান ৫০০ মেট্রিকটন থেকে সর্বোচ্চ ২০ হাজার মেট্রিকটন পর্যন্ত চাল আমদানি করতে পারবে।
শর্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আমদানিকৃত চাল দেশে বাজারজাত করতে হবে। এছাড়া চালের আমদানি, গুদামজাতকরণ এবং বাজারজাতকরণের তথ্য জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে। আমদানিকৃত চাল বিক্রি অবশ্যই সেই চালের আসল বস্তাতেই করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।