ঢাকার দোহার থানাধীন এলাকায় সাত বছর আগে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে পলাতক আসামি জিয়াউর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
এছাড়া আদালত আসামিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন, যা তার সম্পত্তি বিক্রি করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৮ সালের ২১ অক্টোবর ভিকটিম সবজি আনতে গেলে আসামি জিয়াউর রহমান তাকে পার্শ্ববর্তী ধইঞ্চা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের বাবা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১২ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
মামলার বিচারকালে ১৮ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় দেন। পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।