পিরোজপুরের ভান্ডারিয়ায় রাজনৈতিক দ্বন্দ্বে স্থগিত করা হয়েছে ঐতিহ্যবাহী ৬৯তম তাফসিরুল কোরআন মাহফিল। মাহফিলে প্রধান অতিথি নির্বাচনে উপজেলা ও পৌর বিএনপির মধ্যে বিরোধ তৈরি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার বিকেলে মাহফিল স্থগিতের ঘোষণা দেন।
এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার ভান্ডারিয়া পৌর এলাকায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আয়োজক ইসলামী সমাজকল্যাণ কমপ্লেক্স জানিয়েছে, মাহফিল বাতিলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে মাহফিলের পোস্টারে দুই গ্রুপের আলাদা আলাদা প্রধান অতিথি দেওয়ায় উত্তেজনা শুরু হয়। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানের পদ সাময়িকভাবে স্থগিত করে জেলা বিএনপি।