পটুয়াখালীর গলাচিপায় দ্বিতীয়বার বিয়ে করে বউভাত অনুষ্ঠান করছিলেন যুবক বিধান কর্মকার (২৪)। তবে সেই অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে গলাচিপা থানা পুলিশ।
সোমবার (২২ এপ্রিল) গলাচিপা পৌরসভার কালীবাড়ি সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কারণ—প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে ও যৌতুকের অভিযোগে করা মামলা।
জানা গেছে, বিধান কর্মকার স্থানীয় এক জুয়েলারি ব্যবসায়ীর ছেলে। ২০১৯ সালে তমা রানি কর্মকারকে বিয়ে করেন তিনি। তাদের একটি পাঁচ বছর বয়সী সন্তানও রয়েছে।
তমা অভিযোগ করেন, ৯ মাস আগে বিধান ঢাকার সাভারে এক তরুণীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং গোপনে তাকে বিয়ে করেন। পরে বউভাতের আয়োজন করলে বিষয়টি জানাজানি হয় এবং তিনি মামলা করেন।
তমা আরও অভিযোগ করেন, দ্বিতীয় বিয়ের পর থেকে শ্বাশুড়ি ও মামাশ্বশুর তাকে হুমকি দিচ্ছেন এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
গলাচিপা থানার ওসি আশাদুর রহমান বলেন, “বিধানের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”