ধনবাড়ী
,
সংবাদ দাতা
জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে ধনবাড়ী উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে অব্যাহত রেখেছে ভ্রাম্যমান আদালতের অভিযান। এর ধারাবাহিকতায় সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় যদুনাথপুরের চারিশিমুল এলাকায় অবৈধভাবে তিন ফসলি কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ইট ভাটাকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নুরজাহান আক্তার সাথী ইট ভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন। অভিযানে স্থানীয় প্রশাসন সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করেছেন।
এরপর মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ধনবাড়ী পৌর শহরের বাজারে এলপিজি গ্যাস সরবরাহে অনিয়ম রোধ করতে সতর্কতামূলক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দুপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নুরজাহান আক্তার সাথী জানান, “অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে প্রশাসন সর্বদা সতর্ক। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি উপজেলার সার্বিক **আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সম্পূর্ণ তৎপর।”











