টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম (আজাদ) একজন গৃহহীন প্রতিবন্ধীকে নতুন ঘর তৈরি করে দিয়েছেন।
শনিবার (২৬ জুলাই) দুপুরে ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কয়ড়া আটাপাড়া দক্ষিণ পাড়ার বাসিন্দা ৪০ বছর বয়সী প্রতিবন্ধী জাহাঙ্গীর আলমকে এই সহায়তা প্রদান করেন তিনি। জাহাঙ্গীরের বাবা আব্দুল জলিল (৬০)। দীর্ঘদিন ধরে গৃহহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছিলেন তিনি।
ঘরের জন্য তিনি যে সহায়তা পেয়েছেন, তার মধ্যে ছিল ঢেউটিন, সিমেন্টের খুঁটি, কাঠসহ ঘর তৈরির জন্য প্রয়োজনীয় সব উপকরণ।
নতুন ঘর পেয়ে আবেগে কেঁদে ফেলেন জাহাঙ্গীর।
তিনি বলেন—
“আজ সকাল পর্যন্ত আমার কোনো ঘর ছিল না। কর্নেল আজাদ ভাই আমাকে ঘর বানিয়ে দিয়ে অনেক বড় উপকার করলেন। আগে আমি গাছতলায় বা বাঁশতলায় থাকতাম, আমার স্ত্রী-সন্তান ছিল অন্যের বাড়িতে। এখন আমরা একসাথে থাকতে পারবো। আল্লাহ যেন কর্নেল আজাদ ভাইকে হায়াত দেন এবং তাঁর সব আশা পূর্ণ করেন।”
এই সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ শুধু রাজনীতিবিদই নন, একজন মানবিক মানুষ। তিনি দীর্ঘদিন ধরে ধনবাড়ী-মধুপুর অঞ্চলে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তিনি গৃহহীনদের ঘর প্রদান, অসুস্থ রোগীর চিকিৎসা, দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার খরচ, শিশু-কিশোরদের খেলাধুলা, বয়স্কদের আর্থিক সহায়তা এবং মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে নিজে সম্পৃক্ত থেকে সহায়তা করে যাচ্ছেন।