টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার চাঞ্চল্যকর রফিকুল ইসলাম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টাঙ্গাইল জেলা। রোববার (১২ অক্টোবর) গভীর রাতে ধনবাড়ী উপজেলার নাথের পাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামী মকবুল (৫৫)কে গ্রেফতার করা হয়। সোমবার (১৩ অক্টোবর) তাকে আদালতে প্রেরণ করা হলে সে হত্যাকান্ডে নিজেকে সম্পৃক্ত স্বীকার করে এবং অন্যান্য আসামীদের নাম উল্লেখ করে ১৬৪ ধারা অনুযায়ী দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
পিবিআই জানায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ধনবাড়ী উপজেলার নাথেরপাড়া গ্রামের ঝোপের পাশে রফিকুল ইসলামের (৪২) মরদেহ উদ্ধার হয়। নিহতের মা ছাহেরা বেওয়া বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি ধনবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শুরু হলেও মূল রহস্য উদঘাটিত না হওয়ায় ২৫ জুলাই ২০২২ তারিখে মামলাটি পিবিআই টাঙ্গাইলের কাছে হস্তান্তর করা হয়।
পিবিআই টিমের তদন্তে জানা যায়, রফিকুল ইসলাম উশৃংখল প্রকৃতির ছিলেন এবং চুরি-চামারির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া মামার বাড়ীর সম্পত্তি নিয়ে তার মামা ও মামাতো ভাইদের সঙ্গে বিরোধ ছিল। তার সাথেও জমি ও ঘর ভাঙার কারণে মকবুল ও হাফিজুরের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এসব বিরোধের প্রেক্ষিতে মকবুল, হাফিজুর, রেহান, জলিল ও সেকান্দার হত্যাকান্ডের পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী, ঘটনার দিন রফিকুলকে তার মামাতো ভাই আলম মাদক সেবনের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। লুকিয়ে থাকা আসামিরা বেঁশর লাঠি ও চা পাতি দিয়ে রফিকুলকে মারপিট করে হত্যা নিশ্চিত করে। পরে মরদেহ স্থানীয় জমিতে ফেলে চলে যায়।
গ্রেফতার মকবুলের স্বীকারোক্তি ও পিবিআই’র তৎপরতা এলাকায় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ সৃষ্টি করেছে। পিবিআই, টাঙ্গাইল জেলার কার্যক্রম প্রশংসা অর্জন করেছে।