নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা সেই কিশোরী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
গোলাম কিবরিয়া বড় মনির টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস কোচ মিনি বাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই।
মঙ্গলবার (জুন) সন্ধ্যার দিকে টাঙ্গাইল শহরের ব্যুরো হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।
ওই হাসপাতালের গাইনী চিকিৎসক ডা. মালেকা সফি ওই কিশোরীর সিজারিয়ান অপারেশন করেন।
হাসপাতালের রেজিস্টার মোতাবেক ২৭ জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সিজারিয়ানের মাধ্যমে বাচ্চা প্রসব করানো হয়।
ব্যুরো হাসপাতালের সমন্বয়কারী হারুন অর রশিদ বলেন, তিনদিন আগে ওই কিশোরী ব্যুরো হাসপাতালে ভর্তি হন।
পরে আজ সন্ধ্যায় তিনি পুত্র সন্তানের জন্ম দেন।
এদিকে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করা ওই কিশোরী পুত্র সন্তান হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে কিশোরীর দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা বড় মনির উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গত ১৫ মে জামিন চেয়ে নিম্ন আদালতে হাজির হয়।
এরপর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
ওইদিন রাতে বড় মনির অসুস্থ্য হলে তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর থেকে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালেই আছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল রাতে এক কিশোরী বাদি হয়ে গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেছিলেন।
মামলায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে উল্লেখ করেন।
মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামী করা হয়েছে।
এদিকে অন্তঃসত্ত্বার প্রমাণ পেলেও ধর্ষণের আলামত পায়নি মেডিকেল বোর্ড।
এছাড়াও ওই কিশোরী ৬ এপ্রিল আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। সম্পাদনা – অলক কুমার