রাজধানীর ধানমণ্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া মডেল মেঘনা আলম জামিন পেয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
এর আগে তার ৩০ দিনের আটকাদেশ বাতিল করা হয় এবং কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। মেঘনার পক্ষের আইনজীবী মহিমা বাঁধন জানান, জামিননামা আদালতে জমা দেওয়ার পর কাগজগুলো কারাগারে পৌঁছাবে এবং সে অনুযায়ী মেঘনাকে মুক্তি দেওয়া হবে।
এদিকে, মামলার অভিযোগ থেকে জানা যায়, মেঘনা আলম এবং তার সহযোগী দেওয়ান সমিরসহ অজ্ঞাতপরিচয় ২-৩ জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।
গত ১৭ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত শুনানি শেষে মেঘনাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে ধানমণ্ডি থানার মামলাটি অন্যতম।
এছাড়া, দেওয়ান সমিরের বিরুদ্ধে একাধিক রিমান্ডও মঞ্জুর করা হয়েছে এবং তাকে ২৭ এপ্রিল কারাগারে পাঠানো হয়েছে।