মালদ্বীপ ইতিহাস গড়েছে বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে। এখন থেকে ২০০৭ সালের ১ জানুয়ারি বা এর পর জন্ম নেওয়া কেউ ধূমপান করতে, তামাক কিনতে বা বিক্রি করতে পারবেন না।
দক্ষিণ এশিয়ার দ্বীপদেশটি শনিবার (১ নভেম্বর) থেকে এই আইন কার্যকর করেছে। মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এটি দেশটির জনস্বাস্থ্য সুরক্ষায় ও ‘তামাকমুক্ত প্রজন্ম’ গঠনে একটি ঐতিহাসিক পদক্ষেপ।
এ সিদ্ধান্তের ফলে মালদ্বীপ বিশ্বে প্রথম দেশ হিসেবে জাতীয় পর্যায়ে প্রজন্মভিত্তিক তামাক নিষেধাজ্ঞা কার্যকরের মর্যাদা পেয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, ধূমপানের কারণে প্রতিবছর বিশ্বজুড়ে ৭০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। ২০২১ সালের এক জরিপে দেখা গেছে, মালদ্বীপে ১৫ থেকে ৬৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের এক-চতুর্থাংশের বেশি তামাক ব্যবহার করেন, আর কিশোরদের মধ্যে এ হার আরও বেশি।
যদিও নিউজিল্যান্ড ২০২২ সালে একই ধরনের আইন পাস করেছিল, তবে নতুন সরকার ২০২3 সালে সেটি বাতিল করে। ফলে মালদ্বীপই হলো প্রথম দেশ, যারা এই আইন বাস্তবায়নে সফল হলো।











