শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য সংঘাত এড়াতে আজ রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত নড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ বাঁধের পাশ থেকে বালু উত্তোলনের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে একটি পক্ষ, যারা ‘নড়িয়ার সর্বস্তরের জনতা’ ব্যানারে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। গত ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত তারা বিক্ষোভ, অবস্থান এবং মানববন্ধন করেছে। আন্দোলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েলের নেতৃত্বে আরেকটি পক্ষ বৈধভাবে কেনা বালু উত্তোলনের পক্ষে অবস্থান নিয়েছে। রয়েলের দাবি, আন্দোলনকারীরা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কার্যক্রম বন্ধের চেষ্টা করছে।
শনিবার রাতে উভয় পক্ষ মিছিল ও সমাবেশের ঘোষণা দিলে প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ১৪৪ ধারা জারি করে। স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনের কারণে বাঁধ ও ফসলি জমি হুমকির মুখে পড়ছে।
উপজেলা প্রশাসন জানায়, ফরিদ আহমেদ রয়েল ৫ কোটি ৮৮ লাখ টাকায় নিলামে ১০ কোটি ঘনফুট বালু কিনেছেন। যদিও আন্দোলনকারীদের দাবি, নদীর গভীর থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে, যা নদীভাঙনের ঝুঁকি বাড়াচ্ছে।
নড়িয়া থানার ওসি জানান, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইউএনও আমিনুল ইসলাম বুলবুল বলেন, ইস্যুটি এখন রাজনৈতিক রূপ নিয়েছে, তাই শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।