বাংলাদেশের রাজনীতিতে সামনে আসছে বড় পরিবর্তন—আগামী পাঁচ-ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, “আমরা আগামী পাঁচ-ছয় দিনের মধ্যেই বুঝতে পারবো—দেশ কোন দিকে যাচ্ছে। তবে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থানে আছেন এবং সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।”
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জনগণের অংশগ্রহণই প্রধান শর্ত বলেও উল্লেখ করেন প্রেস সচিব। তিনি আরও বলেন, “এই সরকার একটি ক্ষতিগ্রস্ত অবস্থান থেকে দায়িত্ব নিয়েছে। তারপরও অন্তর্বর্তী সরকার ইতিবাচক কাজ দেখাতে সক্ষম হয়েছে।”
চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, “সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতিতে আছে। প্রমাণ মিললে যে কারও বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।” তিনি রাজনৈতিক দলগুলোর ফান্ড রেইজিংয়ে স্বচ্ছতা না থাকা নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও বিষয়টি অনিয়ন্ত্রিত রয়ে গেছে, যা খুবই হতাশাজনক।”