ঈদুল ফিতরের দীর্ঘ নয়দিনের ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে দেশের সব সরকারি অফিস, ব্যাংক ও আদালত। আবারও ৯টা থেকে ৫টা পর্যন্ত আগের রুটিনে চলবে অফিস কার্যক্রম।
ঈদের আগে ২৭ মার্চ ছিল শেষ কর্মদিবস। এরপর শুরু হয় টানা ছুটি। ঈদ উদযাপিত হয় ৩১ মার্চ। সরকারি প্রজ্ঞাপন ও নির্বাহী আদেশে মোট পাঁচদিনের ঈদ ছুটির সঙ্গে দুই দফায় সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট নয়দিন ছুটি কাটানোর সুযোগ পান চাকরিজীবীরা।
একইসঙ্গে বন্ধ থাকা টিসিবির স্বল্পমূল্যে পণ্য বিক্রিও আজ থেকে ফের শুরু হচ্ছে।