নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামানকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতের অভিযানে তাকে আটক করা হয় বলে রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি মনির হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই দুপুরে ডাংগা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানায় মনির উজ্জামান ও তার অনুসারীরা হামলা চালান। নদীপথে ট্রলারে করে ২৫-৩০ জনের একটি দল শ্রমিকদের কক্ষে ভাঙচুর, লুটপাট ও হামলা চালায়। এতে অন্তত ৭ শ্রমিক আহত হন এবং তাদের মোবাইল, ল্যাপটপসহ মালামাল লুট করে নেওয়া হয়।
কারখানা কর্তৃপক্ষ জানায়, ড্রেজারের কাজ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কাজ না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে মনির উজ্জামান হামলা ও চাঁদা দাবি করেন।
ওসি মনির হোসেন বলেন, “হামলা ও চাঁদাবাজির ঘটনায় মনির উজ্জামানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।”
এলাকাবাসীর দাবি, প্রভাবশালী হওয়ায় মনিরের বিরুদ্ধে আগে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পেতেন না।