নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ প্রচারের জেরে যমুনা টেলিভিশনের নরসিংদীর স্টাফ করেসপনডেন্ট আইয়ুব খান সরকার এর ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১১টার দিকে সংঘর্ষে আহতদের সংবাদ সংগ্রহ করতে তিনি নরসিংদী সদর হাসপাতালে যান। হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের বক্তব্য নেওয়ার সময় আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুমের অনুসারীরা আইয়ুব খান সরকারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার ফলে সাংবাদিকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইদন মিয়া নামে একজন নিহত হন। সংঘর্ষে আরও ৫ জন আহত হন।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ইদন মিয়া গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান।