নরসিংদীর রায়পুরায় মানসিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে এক বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) ভোররাতে মির্জানগর ইউনিয়নের বাহেরচর এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।
নিহত ব্যক্তি কবির হোসেন (৫০)। পুলিশ জানিয়েছে, ঘাতক ছেলে মনির হোসেনকে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সৌদি আরব থেকে ফেরার পর মনির মানসিক ভারসাম্য হারান। ঘটনার রাতে তিনি শাবল দিয়ে প্রথমে ঘুমন্ত বাবার মাথায় আঘাত করেন এবং পরে পাশের জমিতে দৌড়ে গিয়ে উপর্যুপরি আঘাতে তাকে হত্যা করেন।
প্রতিবেশীরা জানায়, মনির এর আগেও আত্মীয়দের ওপর হামলা চালিয়ে জেল খেটেছেন। জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তার দেখভাল করছিলেন কবির হোসেন।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানিয়েছেন, মনিরকে আটক করা হয়েছে। তার মানসিক অবস্থা যাচাই ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।