টাঙ্গাইলের নাগরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
সমাবেশে বক্তব্য দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ আখিনুর। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি বাবুল হোসেন।
উপজেলা সাধারণ সম্পাদক মুফতি আল আমিন মাজাহিরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন—
মাওলানা আলী আকবর, আকরাম আলী, মাওলানা ইব্রাহিম খলিল, আব্দুল খবর মিয়া, মুফতি আব্দুল হাদী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা রফিকুল ইসলাম, সুরমান মিয়া ও মাওলানা আল হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









