নাগরপুর প্রতিনিধি : সারাদেশে শুরু হয়েছে কোভিড-১৯ তথা করোনাভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম।
প্রথম পর্যায়ে নাগরপুর উপজেলায় মোট ৯৫৯০ ডোজ টিকা প্রয়োগ করা হবে।
গত বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।
এরপর থেকেই সারা দেশে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সারা দেশে ১ হাজার ১৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে এই কর্মসুচী।
তার অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ শরিরে ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান।
এ সময় টিকা নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মো. রোকনুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালিদ বিন কাশেম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান। টিকা প্রয়োগ কর্মসূচীতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবির সহ উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার