টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় নাগরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. যুবায়ের।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সহ-সভাপতি শরিফুল ইসলাম স্বপন, মাসুদুর রহমান লিয়াকত, সদস্য শফিরউদ্দিন আরজু, সহ-সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু এবং যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন।
এছাড়াও মিলাদ মাহফিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সকলে বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন।