জুলাই অভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে র্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। র্যালিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।
বর্ণাঢ্য এই র্যালিটি উপজেলা কমপ্লেক্স ও সদর বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল ও শুভযাত্রা এসে মূল র্যালিতে একত্রিত হয়।
এ সময় অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান ও ব্যানার নিয়ে অংশ নেন।