শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সাবেক সদস্য ও বিএনপির নেতা নুর মোহাম্মদ খান টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে পথসভা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী এই সাবেক মন্ত্রী দিনের পর দিন দুই উপজেলায় বিস্তৃত জনসংযোগের মাধ্যমে একক প্রভাব বজায় রাখছেন। তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা নিয়ে প্রচার লিফলেট বিতরণ করেও তিনি এগিয়ে আছেন নির্বাচনী প্রচারণায়। তিনি তিন দফা মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় ভোটারদের সাথে বয়োবৃদ্ধ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে তিনি নির্বাচনী মাঠ সক্রিয় করে তুলেছেন। নাগরপুর ও দেলদুয়ারের সাধারণ মানুষের বিশ্বাস—এই ধারা বজায় থাকলে তিনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান ধরে রাখবেন।
শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নাগরপুর ও দেলদুয়ারের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে দিনব্যাপী কার্যক্রম শুরু করে দেলদুয়ারের পাথরাইল বাজারে পথসভা দিয়ে তা শেষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান (চাঁন খা), নাগরপুর উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর, সদস্য আশিকুর রহমান নিশাত, নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বাবুল, সমাজসেবক আব্দুল মুহিত ইমাম, মন্জুর মোর্শদ হুরমুজ, ব্যারিস্টার নূসরাত খান, নিশাদ খানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।