নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুড়িয়ার ভূমি অফিসের জমি দখল মুক্ত করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে পাঁচটায় দিকে উপজেলার ধুবড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন জমি জেলা প্রশাসকের নিদের্শে উপজেলা প্রশাসনের উদ্যোগে; এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর।
ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের সেন মাইজাইল মোজায় ১ নং খাস খতিয়ান, দাগ নং ২৫২, জমির পরিমান ০.০০৭ একক; যাহার কেস নং ১৭/২০২০-২১, কেস নং ১৮/২০২০-২১, জমির পরিমান ০.০০২ একক; কেস নং ১৯/২০২০-২১, জমির পরিমান ০.০১৩৪ একক।
জমিতে অবৈধভাবে দোকান পাঠ উত্তোলন করে ব্যবসা করে আসছে ওই ইউনিয়নের মৃত্যু ইলিয়াস উদ্দিন আহাম্মেদের ছেলে মো. মিনজু মিয়া, নূরুল ইসলামের স্ত্রী সাজেদা বেগম ও তার ছেলে মোতাহারুল ইসলাম।
বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ধুবড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন জমি জেলা প্রশাসকের নিদের্শে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, বিগত ২ সেপ্টেম্বর তারিখে আমাদের তৎকালীন জেলা প্রশাসক অতিরিক্ত রাজস্ব স্যার এখানে উচ্ছেদ নোটিশ জারি করে ছিলেন।
আমাদের সরকারী ১ নং খাস খতিয়ানের জাগায় এখানে অবৈধ ভাবে যেহেতু দোকান পাঠ আছে।
আমরা এটাকে স্থায়ী স্থাপনা আমরা ইতিপূর্বে নথিসিজন করে ইউএনও মধ্যেমে ডিসি অফিসে আমরা পাঠিয়েছিলাম।
তৎকালীন এডিসি রেভিনিউ স্যার আমাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়ে ছিলেন। আমরা যাতে জারি করি।
তামিল প্রতিবেদন পাবো মোট তিনজনের স্থাপনা আছে। প্রত্যেকটি নোটিশ জারি করা হয়েছে।
নোটিশ করার পরও তারা তামিল করে নাই। তারা সরকারের আদেশের অমান্য করে।
গত ১৫ ডিসেম্বর আমাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছেন অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য।
উদ্ধারকৃত জায়গায় বাঁশের বেষ্টনী দেয়া হয়েছে। সম্পাদনা – অলক কুমার