উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হয়েছে সহবতপুর নজরুল সেনা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে সহবতপুর নজরুল সেনা মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে নির্ধারিত সময়ের মধ্যে নাগরপুর ফুটবল একাডেমি ও ঘুনি গজমতি আট তাঁরা ক্লাব ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে ঘুনি গজমতি আট তাঁরা ক্লাব ৫-৪ গোল ব্যবধানে জয় লাভ করে এবং চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সদস্য এডভোকেট ইকবাল হোসেন খান, সাবেক ছাত্র নেতা আতিকুর রহমান আতিক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সিদ্দিক, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ফাইনাল খেলাটি উপভোগ করতে দূরদূরান্ত থেকে হাজারো দর্শক উপস্থিত হন। পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।