টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চারাবাগ আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী মামুদনগর শ্মশান মাঠে এ খেলার আয়োজন করে চারাবাগ গ্রামবাসী।
সেমিফাইনালে মুখোমুখি হয় ধুবড়িয়া ফুটবল একাডেমি ও পাঁচতারা হিজবুল্লাহ স্পোর্টিং ক্লাব ভারড়া। জমজমাট এই খেলায় ধুবড়িয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পাচঁতারা হিজবুল্লাহ স্পোর্টিং ক্লাব।
চারাবাগ গ্রামের সমাজসেবক আবু আহাম্মেদ কাশেমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মীর আবুল কালাম আজাদ। খেলার উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা।
খেলা উপভোগ করতে নাগরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক ভিড় করেন মামুদনগর মাঠে। খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।