টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের ইউনিয়নভিত্তিক কর্মী সভা সম্পন্ন হয়েছে। গত ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মী সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে নাগরপুর ইউনিয়ন এবং বিকেলে গয়হাটা ইউনিয়নের সম্মেলনের মধ্য দিয়ে কর্মী সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
গয়হাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উদয় তারা উচ্চ বিদ্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিটু, সদস্য সাইফুল ইসলাম বাবু ও সাদিকুর রহমান সাদিক।
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা, আবুল কাশেম মানিক, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান খান বাবু, আব্দুল মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি জানান, কর্মী সভায় প্রতিটি ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় তাৎক্ষণিকভাবে কমিটি ঘোষণা করা হয়নি। ইউনিয়ন সম্মেলন শেষে যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।