নাগরপুর প্রতিনিধি : নাগরপুর ঐতিহাসিক জেল হত্যা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে দিনটিকে যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
আরো পড়ুন – টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নার্সদের দুই ঘণ্টা কর্মবিরতি
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মতিয়ার রহমান মতি।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী।
আরো পড়ুন – টাঙ্গাইলে হঠাৎ সাংবাদিকদের কাছে কদর বেড়েছে বিএনপির
আলোচনা সভা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক ভিপি জহুরুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদিকা রওশন আরা মাসুদা প্রমুখ। সম্পাদনা – অলক কুমার