টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে কলেজ চত্বরে এই আয়োজনে শিক্ষার্থী, সংগঠক ও অতিথিরা অংশ নেন। শিল্পপতি ও শিক্ষানুরাগী আশিকুর রহমান তুহিনের পৃষ্ঠপোষকতায় এবং ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহাবুব রাসেল এবং সদস্য সচিব শহিদুর রহমান মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। আনুষ্ঠানিকতা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাগরপুর সরকারি কলেজ, মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।