দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন নিজের নাম পরিবর্তনের কথা ভাবছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের ধারণা, ক্যারিয়ারে আরও সাফল্যের জন্য জ্যোতিষ পরামর্শে এমন সিদ্ধান্ত নিতে পারেন তিনি। যদিও এখনো এ নিয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি অভিনেতা বা তার টিম।
গণমাধ্যমে প্রকাশ, ইংরেজি বানানে নিজের নামে অতিরিক্ত দুটি ‘U’ এবং দুটি ‘N’ যুক্ত করার কথা ভাবছেন আল্লু অর্জুন। বলিউড ও দক্ষিণী তারকাদের মধ্যে নিউমেরোলজি অনুসারে নাম বদলের প্রবণতা নতুন নয়। আয়ুষ্মান খুরানা ও রাজকুমার রাওয়ের নাম বদলের পর সাফল্য আসার উদাহরণও রয়েছে।
সম্প্রতি এক সিনেমার প্রিমিয়ারে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় বিতর্কে জড়ান আল্লু অর্জুন। তার নামে মামলা হয় ও এক রাতের জন্য তাকে আটকেও রাখা হয়। এর মধ্যেই তার নাম পরিবর্তনের খবরে আলোচনার ঝড় উঠেছে।
এদিকে ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’ সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ। সুকুমার পরিচালিত এই সিনেমাটি ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা, যেখানে আগের মতোই রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধবেন আল্লু অর্জুন।