নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে গণধর্ষণের ঘটনায় মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি আল আমিন (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার রাত ৯টার দিকে কুমিল্লার লাঙ্গলকোট বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং পরে নারায়ণগঞ্জ বন্দর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সোনারগাঁ থেকে ঢাকার গেণ্ডারিয়া যাওয়ার পথে কিশোরী একটি বাসে ওঠে। বাসের হেলপার রানা (৩২) তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলে নানা প্রলোভন দেখিয়ে তাকে বন্দর মদনপুরে নিয়ে যায়। এরপর আল আমিনের সহায়তায় কিশোরীকে ধামগড় ইউনিয়নের চৌড়ারবাড়ি এলাকায় আল আমিনের বাড়িতে আটকে রাখা হয়।
রাত ১টা থেকে ২টার মধ্যে রানা, আল আমিন ও আরেক অজ্ঞাত পরিচয় ব্যক্তি কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। নির্যাতনের পর কিশোরী স্থানীয় বাসিন্দা আজহারুল ইসলামের বাড়িতে পালিয়ে আশ্রয় নেন। এরপর তিনি বন্দর থানায় গিয়ে মামলা দায়ের করেন এবং ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
র্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, ভিকটিমের বাবার দায়ের করা মামলায় রানা, আল আমিনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান।











