নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় স্ত্রী ও শাশুড়িকে নির্মমভাবে গলা কেটে হত্যার দায়ে জামাতা মো. কাউসার ফকিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন। অভিযুক্তের উপস্থিতিতেই রায় প্রদান করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।
দণ্ডপ্রাপ্ত মো. কাউসার ফকির (৩৩) বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা। ঘটনার সময় তিনি কাঁচপুর এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী শারমিন আক্তার লাভলীকে (২০) নিয়ে বসবাস করতেন এবং বিসিক শিল্পনগরীর একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি কাউসারের শাশুড়ি রাশিদা বেগম (৫৫) এবং তার ছেলে ইমদাদুল হক (১৭) মেয়ের বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন দুপুরে খাবার শেষে ইমদাদুল বাইরে বের হয়ে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে কাউসার প্রথমে স্ত্রী লাভলী এবং পরে প্রতিবাদ করতে আসা শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
পরে নিহতের ভাই ইমদাদুল হক সোনারগাঁ থানায় মামলা দায়ের করলে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।