নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস ও খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে দুই দালালকে জরিমানা করেছে জেলা প্রশাসন। এদের মধ্যে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম।
অভিযানে এক দালালকে ৫০০ টাকা জরিমানাসহ কারাদণ্ড এবং অন্যজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে থাকা অবৈধ সিএনজি স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয় এবং পাসপোর্ট অফিস থেকে সাইনবোর্ড পর্যন্ত “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় সব ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়।