ঘাটাইল প্রতিনিধি : নিজের দায়িত্ববোধ থেকে আন্তরিকভাবে রোগীদের সেবা দিন।
নিজেকে একজন মানবিক ডাক্তার হিসাবে গড়ে তুলুন।
কথাগুলো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
শনিবার (২০ মার্চ) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে ও জিন এক্সপার্ট মেশিন স্থাপন উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমবিডিসি’র পরিচালক অধ্যাপক ডা. সামিউল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু; ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান; বিএমএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইবনে সাইদ; সাধারণ সম্পাদক ডা. মো. শহিদুল্লাহ কায়সার; টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন বিএম রিয়াজুল ইসলাম; বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ শামসুল আলম মনি; ডা. আলমগীর কবীর; ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।