রাজধানীর রামপুরায় মো. হাবিব মিজি (২৫) ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম রামপুরার ওমর আলী লেনের বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত হাবিব চাঁদপুরের মতলব উত্তর থানার মোহনপুর গ্রামের মো. বাদশা মিজির ছেলে। তিনি রামপুরার বাসায় ভাড়া থাকতেন এবং এসির মিস্ত্রি হিসেবে কাজ করতেন। পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের কারণে হাবিব নিজ কক্ষে সিলিং ফ্যানের হুকে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
হাবিবের স্ত্রী সকালে পোশাক কারখানায় কাজে যান। বিকালে বাসায় ফিরে দরজা বন্ধ দেখে ফাঁক দিয়ে ভিতরে তাকালে স্বামীকে ঝুলতে দেখেন। ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ মর্গে রাখা হয়েছে এবং থানা পুলিশকে জানানো হয়েছে।










