নিজস্ব প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) টাঙ্গাইল জেলা কমিটি এক মানববন্ধন করেছে।
‘দাম কমাও, জান বাঁচাও দিবস’ উপলক্ষে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে বুধবার (১৬ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চাল, ডাল তেল, পানি, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।
জীবিকা নির্বাহ করতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে।
একটি মহল সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা।
আর সেই টাকা দিয়ে তারা বিদেশে পাচার করছে। কিন্তু সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি কমরেড অধ্যক্ষ আব্দুর রাজ্জাক; সাধারণ সম্পাদক কমরেড ওয়াহেদুজ্জামান মতি; কমরেড রেজাউর রহমান কহিনুর প্রমুখ। সম্পাদনা – অলক কুমার