দেলদুয়ার
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর এক প্রার্থীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া দুল্যা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণাকালে দুল্যা বাজারে গণসংযোগের সময় খিচুড়ি রান্নার আয়োজন করা হয়। মাগরিবের নামাজের পর রান্না শেষ হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিন ডেগ খিচুড়ি জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় জামায়াতে ইসলামীর প্রার্থীর প্রতিনিধিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা খিচুড়ি পার্শ্ববর্তী একটি এতিমখানায় সরবরাহ করা হয়েছে।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











