খবর বাংলা ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর আচরণবিধি মানিয়ে চলার জন্য সকল রিটার্নিং অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গত বুধবার (২৮ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তবে প্রচারণার সময় লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার ও বিশেষত পোস্টারের ব্যবহার এইবার নিষিদ্ধ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, সকল রিটার্নিং অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মানা হয়। এছাড়া নির্বাচনি পোস্টার মুদ্রণ না করার জন্য প্রিন্টিং প্রেসকে নির্দেশনা প্রদানের জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
নির্বাচন কমিশন আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনী পরিবেশ হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ।
তথ্য সূত্র : যমুনা টিভি











