জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হলে দেশে স্বাভাবিক হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি—এমনটাই মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘গণতান্ত্রিক উত্তরণ: অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন—বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “৫ আগস্ট যদি সত্যিই নির্বাচনের দিন ঘোষণা করা হয়, সেটা যে মাসেই হোক না কেন, তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তারিখ ঘোষণার পরপরই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”
সংখ্যানুপাতিক (PR) নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, “এই পদ্ধতিতে মানুষ ব্যক্তি নয়, দলকে ভোট দেয়। বাংলাদেশের সামাজিক বাস্তবতায় এটি কার্যকর হবে কি না, তা নিয়ে ভাবতে হবে।”
তিনি আরও বলেন, “অন্য দেশের বাস্তবতা আমাদের মতো নয়। তাই বিদেশে কার্যকর হলেও পিআর পদ্ধতি আমাদের দেশে একইভাবে কার্যকর নাও হতে পারে।”