আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো দলের অনুগত না হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (১৫ জুন) ঈদের ছুটি শেষে নির্বাচন ভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
সিইসি বলেন, “আমরা রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। আমাদের কাজ হবে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। আমরা সেটা করতেই বদ্ধপরিকর।”
তিনি জানান, নির্বাচনের তারিখ ঘোষণার দুই মাস আগেই নির্বাচন শিডিউল প্রকাশ করা হবে এবং ভোটার তালিকায় তরুণদের অন্তর্ভুক্ত করতে প্রয়োজনে আইনি পরিবর্তন আনা হবে।
সিইসি আরও বলেন, “নির্বাচনসংক্রান্ত প্রস্তুতির বড় অংশ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকিটুকু সকলকে নিয়ে শেষ করতে হবে। নির্বাচন কমিশনের মূল অঙ্গীকার—একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।”
সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।