বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার ঠিক এই সময়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিভিন্ন কৌশলে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য হীনচক্রান্ত শুরু হয়েছে।”
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর সেনবাগ পৌর এলাকার থানা মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, “যারা ১৯৭১ সালে ভুল করেছিল, তারা আজ নতুন করে জন্ম নিয়েছে। তারা বাংলাদেশে পিআর চাইছে। কিন্তু আমরা চাই ভোটাধিকার—আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। মৃত মানুষের ভোট আর কখনো এ বাংলার মাটিতে হবে না।”
সভায় সভাপতিত্ব করেন সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার আবদুল হান্নান লিটন। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থিমা, সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ম সম্পাদক আমিন উল্যাহ বিএসসি প্রমুখ নেতারা।