ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের উপ-মানবাধিকার সম্পাদক সেলিম রেজা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি মো. আবুল হাসনাত বাহারকে গ্রেপ্তার করেছে।
ডিবি সূত্র জানায়, রবিবার রাতের দিকে মুগদা থানা এলাকা থেকে সেলিম রেজাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার সকালে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আবুল হাসনাত বাহারকে আটক করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।