গত ১৩ জানুয়ারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল সভাপতি বেনজীর হোসেন নিশিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ১৪ জানুয়ারি তাকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ত্রাস বিরোধ আইনের মামলায় তাকে আবারও ৫ দিনের রিমান্ড দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম এ আদেশ দেন।
জানা গেছে, নিশিকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘আগুনের দিন একদিন শেষ হবে।’
এর আগে এদিন নিশিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও কলাবাগান থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।