রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি নিন্দা জানান এবং নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেন।
তারেক রহমান লিখেছেন, “নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপি। গণতান্ত্রিক উত্তরণের এই নাজুক সময়ে অস্থিতিশীল পরিস্থিতি ছড়িয়ে পড়া অত্যন্ত আশঙ্কাজনক।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন সামনে রেখে আমাদের অবশ্যই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তির সংযম ও সহনশীলতা জরুরি।”
মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “দেশকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে আইনের শাসন সমুন্নত রাখতে হবে। কেবল গণতান্ত্রিক পথেই জনগণের ক্ষমতায়ন, ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত সম্ভব।”
পোস্টের শেষে তিনি সরকারের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান এবং আহত নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন।